শিশুদের আচরণ বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রম

১। মোটিভেশন ট্রেনই টিম শিশুদের নিবিড়ভাবে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করবে।

২। প্রত্যেক শিশুর জন্য একটি করে ব্রোশিওর প্রস্তুত করা হবে।

৩। মোটিভেশনাল টিম ব্রোশিওরে শিশুদের ইতিবাচক ও নেতিবাচক গুণাবলি, আচরণ ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় লিপিবদ্ধ করবে।

৪। ইভ্যালুয়েশন টিম ব্রোশিওর ভিত্তিতে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনে মনোবিজ্ঞানী বা উপযুক্ত কাউন্সেলরের সহায়তায় শিশুদের নেতিবাচক আচরণ সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে।

৫। মোটিভেশনাল টিম প্রতিটি শিশুর শখ, ইচ্ছা, সক্ষমতা, প্রবণতা ও মেধার ভিত্তিতে তার জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থা নির্ধারণ করবে।